

মেয়ে গর্ভবতী জানতে পেরে খুন করল মা। মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা। মেয়ে অবিবাহিত হওয়া সত্ত্বেও গর্ভবতী হয়ে পড়ায় এই হত্যা অনার কিলিং-এর ঘটনা বলেইও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
মায়ের নাম মুক্তাবাই। তাঁর মেয়ের সঙ্গে এলাকার একটি ছেলের সম্পর্ক তৈরি হয়েছিল বেশ কিছুদিন ধরে। সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর মেয়ে তিন মাসের গর্ভবতী।
তিনি সন্তান নষ্ট করে ফেলতে নির্দেশ দেন। কিন্তু মেয়ে রাজি হয়নি। তাই পরিবারের সম্মান রাখতেই মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি। ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েকে খুন করা হয়েছে। এরপর দেহ লোপাটের চেষ্টাও করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার লোকজন পুলিশকে জানায়, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ওই তরুণীর। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি জেরার মুখে পড়েই ভেঙে পড়ে মুক্তাবাই ও খুনের কথা স্বীকার করে নেয়। তাকে গ্রেফতার করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো