রোনাল্ডোকেই বেশি পছন্দ নেইমারের
প্রকাশ: ২০১৬-০৭-১৭ ২০:৩২:৪২

ফ্রান্সে সদ্য সমাপ্ত ইউরো ফাইনালের পরেই অ্যান্তিয়ানো গ্রিজমান বলে দিয়েছিলেন, এবারের ব্যালন ডি’অর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে এক রকম উঠেই গিয়েছে।
নেইমার এতটা না বললেও সুরটা ওই রকমই। দুই বার্সা সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ নন, ব্যালন ডি’অরের জন্য নেইমারের চোখে রোনাল্ডোই ফেভারিট! এ বছরের সেরা সিআর-সেভেন।
চ্যাম্পিয়নস লিগ জিতে ব্যালন ডি’অরের জন্য নিজের দাবিটা জানিয়ে রেখেছিলেন রোনাল্ডো। তবে ইউরো জেতার পর এখন বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকার কথা সিআর সেভেনের। কোপা জিতলে হয়তো মেসি আরেকটু কাছাকাছি থাকতে পারতেন।
নেইমারও মেনে নিচ্ছেন, এক মরসুমে দুটি বড় ট্রফি রোনাল্ডোকে এগিয়ে রেখেছে। বলছেন, ‘ব্যালন ডি অরে ট্রফি জেতা বড় ভূমিকা রাখে। রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে সঙ্গে ইউরোও জিতেছে। আমার মনে হয় ওই এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে।’
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












