গ্রুপিংয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুচিও চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যার আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা, যে ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাসে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ গায়ানায় তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে।
[caption id="attachment_293265" align="alignnone" width="1080"] টি-২০ বিশ্বকাপের সূচি[/caption]
বিশ্বকাপের প্রথম ৬ দিন বাংলাদেশের কোনো ম্যাচ নেই। টাইগারদের প্রথম ম্যাচ খেলতে অপেক্ষা করতে হবে ৭ম দিন পর্যন্ত। ৭ জুন ডি গ্রুপের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যে ম্যাচের ভেন্যু ডালাস।
১০ জুন নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচে জায়ান্ট দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডাইজে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, একই ভেনুতে। এছাড়া ৯ জুন বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে 'ডি' গ্রুপে, যা মোট ৪টি গ্রুপের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ভারত ওপাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পড়েছে একই গ্রুপে। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে একই গ্রুপে আছে আফগানিস্তান।
বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়ার আরও দুটি দেশ শ্রীলঙ্কা ও নেপাল। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস রয়েছে 'ডি' গ্রুপে।
'এ' গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে দুই জায়ান্ট ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গী নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। 'সি' গ্রুপে নিউজিল্যান্ড, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সাথে খেলবে উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
প্রতি গ্রুপ থেকে ২টি করে দল পাবে সুপার এইটের টিকিট। দর্শকদের টিকিট কেটে রাখা ও আবাসন সুবিধার কথা চিন্তা করে আগে থেকেই কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে রাখা হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠলে যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উঠলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে।
বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে ও গ্রুপ রানার-আপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচ খেলবে।
এএ