গুগলের গোপন ব্রাউজিংয়ের সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৮ ১০:৫২:২৬
অনেকদিন আগেই গুগল তাদের গোপনে ব্রাউজিং করার ইনকগনিটো মোড এনেছে। গুগল ক্রোমে এই মোড ব্যবহার করলে ব্যবহারকারীর অ্যাক্টিভিটি সেভ হয় না। যে কারণে বহু ব্যবহারকারী প্রাইভেট ব্রাউজিং করার জন্য এই মোড বেছে নেন।
তবে ইনকগনিটো মোড যে সম্পূর্ণ নিরাপদ, তা ভাবা কিন্তু বোকামি হবে। কারণ এখানেও ব্যবহারকারীর ডাটা ট্র্যাক হতে পারে। তাই সার্চ করার পর তা মুছে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অনেকেই জানেন না ইনকগনিটো মোডের সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করতে হয়। কারণে এখানে ডিলিট করার কোনো অপশনই যে নেই।
তাহলে হিস্ট্রি মুছব কী ভাবে? কম্পিউটারের পাশাপাশি মোবাইলে খুব সহজে ডিলিট করতে পারবেন এই হিস্ট্রি। জেনে নিন উপায়- ন্ড্রয়েড ফোনে ইনকগনিটো সার্চ হিস্ট্রি ডিলিট করতে যা করতে হবে।
>> প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, তারপর এন্টার করুন
>> এই ইউআরএল কপি করে ইনকগনিটো মোডে সার্চ করতে পারেন
>> যে ট্যাব খুলবে সেখানে বাম দিকে ‘ডিএনএস’ অপশনে ক্লিক করতে হবে
>> এবার ‘ক্লিয়ার হোস্ট ক্যাশ’ অপশনে ট্যাপ করুন
>> এটি করলে ডিএনএস ক্যাশ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে।
এনজে