

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক পেস কিংবদন্তী চামিন্দা ভাস! বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বোর্ড সভাপতি নাজমূল হাসান পাপন বোর্ড যে দুজনকে জাতীয় দলের সম্ভাব্য বোলিং কোচ হিসেবে ভাবছেন তার একজন শ্রীলঙ্কান সাবেক পেস তারকা ভাস।
আরো জানা গেছে ভাসের সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে। কথাবার্তাও নাকি চলছে। এখন চামিন্দা ভাস, বোর্ডের দেয়া প্রস্তাব ও শর্ত মেনে নিলেই নাকি চুক্তি হয়ে যাবে।
তবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি অনেকটা এড়িয়েই গেলেন। দেশের একটি অনলাইন পত্রিকাকে এই বিষয়ে তিনি বলেন, ‘আমাদের হাতে থাকা সংক্ষিপ্ত তালিকায় তিন জন কোচের নাম আছে। তাদের সাথে কথা বার্তা হচ্ছে। কিন্তু একটা বিশেষ কারনে আমরা কারো নামই প্রকাশ করতে চাচ্ছিনা ।’
জালাল ইউনুস আরো জানালেন, ‘তিনজনের সাথে কথা চললেও শেষ পর্যন্ত তাদের মধ্য থেকেই একজনকে বেছে নিব আমরা। যাকে নেব, তার নামটাই শুধু জানানো হবে। চূড়ান্ত মনোনয়নের সময় যে বা যার নাম কাটা যাবে, সেই নামগুলো উহ্য থাক; সেটাই চাই আমরা।’
‘আর যদি আমরা ঢাক ঢোল পিটিয়ে বলে দেই , অমুক বা তমুকের সাথে কথা হয়েছিল আমাদের। কিন্তু আমরা ওকে ছেটে ফেলে অমুককে বোলিং কোচ হিসেবে বেছে নিয়েছি এবং তিনিই বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ। তাহলে বাকিদের একটু হেয় করা হয়। তাদের সামাজিক মর্যাদা একটু হলেও ক্ষুন্ন হয়।’
এই কারণেই জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
তবে সোমবার কয়েকজন বোর্ড কর্মকর্তা জানিয়েছে বিসিবি প্রধানের কাছে কোচের সংক্ষিপ্ত তালিকায় সাবার ওপরে আছে চামিন্দা ভাসের শততাই ধারণা করা যাচ্ছে বিসিবির প্রস্তাবে ভাস রাজি হলে তিনিই হতে যাচ্ছেন মাশরাফি-তামিমদের পরবর্তী বোলিং কোচ।
সানবিডি/ঢাকা/আহো