ছোট পরিবারই সুখি পরিবার
প্রকাশ: ২০১৫-১০-২১ ২২:১৬:০১
সমাজ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন নারী সমাজসেবী কর্মী ও আনসার ভিডিপি ঢাকা কোতয়ালী থানার প্রশিক্ষিকা ফেরদৌসী খাতুন। মাদক বিরোধী প্রচার-প্রচারনা, ইভটিজিং এর ব্যাপারে ছাত্রীদের সচেতন করাসহ বিভিন্ন সমাজের উন্নয়নের কাজে নিজেকে সরাসরি নিয়োজিত করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা সিটি করপোরেশনের ৭১ নং ওয়ার্ডের মহিলাদের মাঝে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন করে তোলেন তিনি।
তিনি সর্ব স্তরের নারীদের মাঝে বুঝানোর চেষ্টা করেন যে ছেলে হোক, মেয়ে হোক একটি বা দুইটি সন্তানই যথেষ্ট। কারণ যে পরিবার যতো ছোট হবে, সেই পরিবার ততো সুখি হবে। তিনি বলেন, পরিবার ছোট হলে সংসারের যেমন খরচ কম থাকে, তেমনি সুখি জীবন যাপন করা যায়। একই সঙ্গে বাড়তি জনসংখ্যার চাপ থেকে রক্ষা পাবে দেশ। তাই আসুন আমরা সবাই ছোট পরিবার গড়ে তুলি।