জিতেই চলেছে সাকিবের জ্যামাইকা তালওয়াস

প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১২:৫২:১২


Sakib jamaikaএবার দলের জয়ে ভূমিকা রাখলেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার অলরাউন্ড নৈপুণ্যে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে জ্যামাইকা তালওয়াস। আগের দুই ম্যাচে তালওয়াসকে জেতানো সাকিব আল হাসান আজ বেশি সুবিধা করতে পারেননি।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে তালওয়াস। রাসেল এবং পাওয়েলের ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে গেইলের দল। রাসেল ২৪ বলে ৪৪ এবং পাওয়েল ৩৪ বলে ৪৪ রান করেন। এছাড়া সাঙ্গাকারা ২৩ রান করেন।

সাকিব আল হাসান ব্যাট হাতে আজ জ্বলে উঠতে পারেননি। তিনি ১৩ বলে ১০ রান করেন।

১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাইডার্স আন্দ্রে রাসেলের বোলিং তাণ্ডবে পড়ে। ২০ ওভারে ১৩৯ রানে অলআউট হয় তারা।

হাসিম আমলা ৪২ এবং রামদিন ৩১ রান করেন। রাসেল ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। সাকিব ৩ ওভারে ২৮ রানে ১ উইকেট লাভ করেন।