আগামীকাল ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ

প্রকাশ: ২০১৬-০৭-১৯ ১৯:৫৩:০৯


Mustafizur-Rahman20160421153817প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। ইংল্যান্ডের ভিসা পেলেন মুস্তাফিজুর রহমান। আগামীকাল বুধবার ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই পেস সেনসেশন।

ফ্লাইটের শিডিউল বুধবার সকাল ১০টা। বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে লন্ডন যাবেন কাটার মাস্টার।

ইংলিশ কাউন্টি দল সাসেক্স মুস্তাফিজকে দলে নিয়েছিল চলতি বছর। তবে শারীরিক ফিটনেসের কারণে মুস্তাফিজের সাসেক্সে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কেননা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে শিরোপা স্বাদের পাশাপাশি ইনজুরি সঙ্গী করে দেশে ফিরেছিলেন তিনি। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে তাকে সাসেক্সের হয়ে খেলতে দিতে রাজি ছিল না।

তবে বাংলাদেশের এই তরুণ পেসারকে দলে পেতে মরিয়া ছিল সাসেক্স। ধৈর্য ধরে অপেক্ষাও করছে তারা। ফিটনেসের উন্নতি ঘটায় এক সময় বিসিবিও মুস্তাফিজকে সাসেক্সে মিশনের ছাড়পত্র দিয়েছে। কিন্তু গোল বেঁধেছিল ভিসা প্রাপ্তি নিয়ে।

গত সপ্তাহ থেকে ইংল্যান্ডের ভিসার জন্য ছুটোছুটি করতে হয়েছে মুস্তাফিজকে। অবশেষে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ভিসা পেয়েছেন তিনি।

সাসেক্সের হয়ে সীমিত ওভারের বেশ কয়েকটি ম্যাচ খেলবেন মুস্তাফিজ। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্সের পরবর্তী ম্যাচ আগামী ২১ জুলাই। মুস্তাফিজ এই ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা থাকছে আপাতত।

সানবিডি/ঢাকা/আহো