৫০০ কোটির ক্লাবে সুলতান
প্রকাশ: ২০১৬-০৭-২০ ১০:২৫:৪৯

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সালমান খান ও আনুষ্কা শর্মা অভিনীতি ছবি সুলতান। মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৫০০ কোটি রুপি।
গত মঙ্গলবার (১৯ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বলিউড ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ আয়ের ছবি। এই তালিকায় ছবিটির আগে রয়েছে- পিকে (৭৯২ কোটি রুপি), বজরঙ্গি ভাইজান (৬২৬ কোটি রুপি), বাহুবলি (৬০০ কোটি রুপি), ধুম থ্রি (৫৪২ কোটি রুপি)। এ পর্যন্ত ভারত থেকে সুলতান আয় করেছে ২৬৭.৩১ কোটি রুপি। আর বাকী আয় করেছে বিদেশ থেকে।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত ছবি কাবালি এবং ইরফান খান অভিনীতি ছবি মাদারি। ধারণা করা হচ্ছে, এর প্রভাব পড়বে সুলতান’র আয়ে।
তবে বক্স অফিসে বিশ্লেষকরা মনে করছেন ধুম থ্রি, বজরঙ্গি ভাইজান এবং বাহুবলিকে পেছনে ফেলে দেবে সুলতান। কিন্তু পিকে’র রেকর্ড ভাঙা সম্ভব হবে না।
গত ৬ জুলাই ভারতসহ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে সালমান-আনুষ্কা অভিনীত সুলতান। এতে আরো অভিনয় করেছেন রণদ্বীপ হুদা ও অমিত সাধ। ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













