দীর্ঘ ১০ বছর পর নিরব-মমের বিরতি ভঙ্গ

প্রকাশ: ২০১৬-০৭-২০ ১৫:২৫:৩৪


Nirob.Momo২০০৬ সালে একটি টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গিয়েছিল অভিনেত্রী জাকিয়া বারী মম এবং অভিনেতা নিরবকে। দীর্ঘ ১০ বছরের এই বিরতি ভেঙে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। তবে এবার ছোট পর্দায় নয়, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাধতে যাচ্ছেন মম-নিরব।

‘আমি শুধু তোর হব’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাদের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে  অনুষ্ঠিত হয়েছে এই সিনেমার মহরত। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মম, নিরব। সিনেমাটি পরিচালনা করছেন রফিক শিকদার।

নতুন এ সিনেমা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে নানারকম প্রতিক্রিয়া পেয়েছি। তাই পরিকল্পনা করেছি, অবশ্যই ভালো সিনেমায় অভিনয় করব। আর এ জন্যই অপেক্ষায় ছিলাম।  আমার প্রত্যাশা অনুযায়ী সিনেমা পেয়েছি। এই সিনেমার গল্পটা আমার প্রথম ভালো লাগার বিষয়। আশা করি ভালো কিছুই হবে।’

দ্বিতীয়বারের মতো এ পরিচালকের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নিরব। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি আসলে ভাগ্যবান একই পরিচালকের দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। আর সিনেমার গল্পটা সত্যি অনেক ভালো। সব মিলিয়ে ভালো কিছু হবে।’

রোমান্টিক ঘরানা গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘আমি শুধু তোর হব’ শিরোনামের সিনেমাটি। এতে নীলিমা নামের একটি মেয়ের চরিত্রের অভিনয় করবেন মম। অন্যদিকে নিরবের চরিত্রের নাম অমিত। সম্প্রতি নগরীর একটি স্টুডিওতে ফটো শুটেও অংশ নিয়েছেন নিরব-মম। তাছাড়া এ সিনেমার গানের রেকর্ডিং শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পাবনা শহরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

‘আমি শুধু তোর হব’ সিনেমায় মম-নিরব ছাড়াও আরো অভিনয় করছেন, সুচরিতা, সুব্রত, প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব প্রমুখ।

সানবিডি/ঢাকা/এসএস