চলতি বছর মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা গেছে। বছর শেষে উৎপাদনের পরিমাণ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে বলে মনে করছে দেশটির পাম অয়েল বোর্ড (এমপিওবি)। শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাতসংশ্লিষ্টরা। খবর নাসডাক।
এমপিওবির মহাপরিচালক আহমেদ পারভেজ গুলাম কাদির জানান, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটিতে চলতি বছর মজুদ প্রায় ১৯ লাখ ৫০ হাজার টনে নামতে পারে, গত বছর যা ছিল ২২ লাখ ৯০ হাজার টন। এ বিষয়ে তিনি আরো জানান, ২০২৩ সালে ১ কোটি ৫১ লাখ টন পাম অয়েল রফতানি করেছিল মালয়েশিয়া। এ বছর তা কিছুটা বেড়ে ১ কোটি ৫৬ লাখ টনে পৌঁছতে পারে। প্রতি টনের মূল্য ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ২০০ রিঙ্গিতের মধ্যে ওঠানামা করতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালে মিশ্র প্রবণতায় ছিল মালয়েশিয়ার পাম অয়েল খাত। তবে এ বছর পরিস্থিতি অনেকটাই ইতিবাচক থাকবে। প্রধান প্রধান সব নির্দেশকের উন্নতি হয়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিস এক্সচেঞ্জে গতকাল মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের এপ্রিলে সরবরাহ চুক্তির দাম ৮৬ রিঙ্গিত বা ২ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৯০১ রিঙ্গিত বা ৮২৭ ডলার ১৮ সেন্টে।
এনজে