জানুয়ারিতে ২০ শতাংশ কমতে পারে ইউক্রেনের শস্য রফতানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-২০ ১০:১১:১০


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে সমুদ্রপথে ইউক্রেনের শস্য রফতানি আগের মাসের তুলনায় জানুয়ারিতে ২০ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। লোহিত সাগরে চলমান সংকট ও নববর্ষের ছুটির কারণে এ হ্রাসের আশঙ্কা করা হচ্ছে। দেশটির একজন সিনিয়র সরকারি কর্মকর্তা সম্প্রতি এ কথা বলেন। খবর রয়টার্স।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউক্রেনের রফতানির পরিমাণ ২০ শতাংশ কমতে পারে। এ ধরনের হ্রাস যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা। দেশটি ডিসেম্বরে ব্ল্যাক সি করিডোর দিয়ে রেকর্ড পরিমাণ খাদ্য রফতানি করেছে, যা এক মাসের আগের জাতিসংঘের শস্য চুক্তির অধীনে রফতানি করা খাদ্যের সর্বাধিক পরিমাণকে ছাড়িয়ে গেছে।

সম্প্রতি দেশটির কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি জানিয়েছেন, লোহিত সাগরে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ মাসে ইউক্রেনের প্রধান খাদ্য রফতানির পরিমাণ কমতে পারে। নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের হামলা এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যকে ধীর করে দিয়েছে। এ হামলায় বৃহৎ অর্থনীতির দেশগুলোকে চিন্তায় ফেলেছে।

লোহিত সাগরে জাহাজগুলোয় আক্রমণ কমাতে হুথিদের ওপর আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথবাহিনী। শস্য রফতানির ক্ষেত্রে লোহিত সাগর ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ পথ। বিকল্প ব্ল্যাক সি করিডোরের মাধ্যমে এর মোট রফতানির প্রায় এক-তৃতীয়াংশ চীনে পাঠানো হয়।

বিশ্বের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদক ও রফতানিকারক দেশ ইউক্রেন। দেশটির সরকার জানায়, ২০২৩ সালে ইউক্রেন প্রায় আট কোটি টন শস্য ও তেলবীজ উৎপাদন করেছে। দেশটির ২০২৩-২৪ (জুলাই-জুন) বিপণন মৌসুমে রফতানিযোগ্য সম্মিলিত শস্য ও তেলবীজ উদ্বৃত্ত প্রায় পাঁচ কোটি টন হবে বলে ধারণা।

এনজে