সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৮৫

প্রকাশ: ২০১৬-০৭-২০ ২০:৫৬:৩৯


syriaসিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮৫ জন বেসামরিক জনগণ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত জোট বাহিনী ভুল করে আইএস ভাবার কারণে নির্বিচারে এসব বেসামরিক মানুষ হত্যা করা হয়।

ব্রিটেনের দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, আট পরিবার জায়গা ছেড়ে পালানোর সময় ওই হামলা চালানো হয়। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই হামলাকেই বেসামরিক জনগণের ওপর এক দিনে এত বড় হামলা এর আগে ঘটেনি।

হামলাটি চালানো হয় সিরিয়ার উত্তরে মানবিজের তোখার গ্রামে। হামলা-পরবর্তী ফুটেজে দেখা যায়, নারী ও শিশুদের দেহ এদিক-সেদিক পড়ে রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবারের ওই হামলাটি খুব সম্ভবত ভুলে করা হয়েছে। বেসামরিক জনগণকে আইএস ভাবা হয়েছিল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জন্য সদ্য খুলে দেওয়া তুরস্কের ইংকিলিক বিমানঘাঁটির যুদ্ধবিমান থেকে বেসামরিকদের জনগণের ওপর করা হয়েছে।

সেই অঞ্চলটিতে প্রায়ই আইএস ও মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)-এর সঙ্গে মারাত্মক সংঘর্ষ লাগে। মার্কিন বাহিনী বিমান হামলা করে সহায়তা করে থাকে এসডিএফ-কে। চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত মার্কিন বিমানবাহিনী সাড়ে ৪শ’র বেশি বিমান হামলা করেছে মানবিজ শহরে।

সানবিডি/ঢাকা/আহো