‘স্কুলে গেলে মেয়েদের কুমারীত্ব নষ্ট হয়’

প্রকাশ: ২০১৬-০৭-২০ ২১:৫৭:৫০


জাকিরবর্তমানে ভারতের সবচেয়ে পরিচিত ‘টেলিভ্যাঞ্জেলিস্ট’ (টিভি চ্যানেলে ধর্মপ্রচারক) জাকির। ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর নিজস্ব টেলিভিশন চ্যানেল ‘পিস টিভি’ খুবই জনপ্রিয়।

সম্প্রতি জোড়া সন্ত্রাসের জেরে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে ওই চ্যানেল। কিন্তু তাতে জাকিরের জনপ্রিয়তা কমেছে কি না, বলা যাচ্ছে না।‘টেলিভ্যাঞ্জেলিস্ট’ জাকিরের সঙ্গে তুলনা উঠছে মিশরের ইসলাম ধর্মের জনপ্রিয় প্রচারক আম্‌র খালেদের।

নব্বইয়ের দশকে এই প্রচারকৌশল রপ্ত করেছিলেন খালেদ। সেই কৌশল সম্পর্কে ইউনিভার্সিটি অফ লন্ডন, বার্কবেকের এমেরিটাস অধ্যাপক সামি জুবেইদা লিখেছিলেন, ‘সুদর্শন এই প্রচারকের শ্রোতা মূলত এলিট পরিবারের মহিলা ও তরুণ-তরুণী।

তার বক্তব্য শোনা যে একেবারেই উচিত নয়, তা জাকিরের মাত্র দু’টি নিদান শুনলেই স্পষ্ট হয়। জাকিরের সিদ্ধান্ত, মেয়েদের স্কুলে যাওয়া উচিত নয়; কারণ, তাতে আগেই তাদের কুমারীত্ব নষ্ট হয়! স্ত্রীকে মারধর প্রসঙ্গে এই প্রচারক মনে করেন, অন্যায় করলে যেমন বাচ্চাদের মারা হয়, তেমন স্ত্রী অন্যায় করলে আস্তে, খুব আস্তে মেরে শিক্ষা দেওয়া উচিত!

মানুষকে মাতিয়ে তোলার ভয়ংকর অথচ সহজ কৌশলই জাকিরের হাতিয়ার। সাধারণ মানুষ চিন্তা করার চেয়ে চটজলদি উদ্বুদ্ধ হতেই বেশি ভালবাসেন। জাকির একা নন। পথিকৃৎও নন। বাবা রামদেব থেকে সিরিয়ালরূপেণ রামায়ণ-মহাভারতকেও একই প্রেক্ষিতে পাঠ করা জরুরি। তা না-করলে সমূহ বিপদ।

সানবিডি/ঢাকা/আহো