মালয়েশিয়ায় গত বছরের নভেম্বরে প্রাকৃতিক রাবার উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৬৯ টনে। দেশটির ক্ষুদ্র বাগানগুলো উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে বছরের ব্যবধানে উৎপাদন বাড়লেও মাসের ব্যবধানে কমেছে। গত বছরের অক্টোবরে দেশটিতে ৩২ হাজার ৩৪৪ টন রাবার উৎপাদন হয়। সে হিসাবে নভেম্বরে উৎপাদন কমেছে ২ হাজার ২৭৪ টন।
উজির মাহিদিন জানান, মোট মজুদে রাবার প্রক্রিয়াকরণ কারখানাগুলোর অবদান ৮৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া রাবার ব্যবহারকারী কারখানাগুলোর ১০ দশমিক ১ শতাংশ এবং বাগানগুলোর দশমিক ১ শতাংশ অবদান ছিল। ২০২৩ সালের নভেম্বরের মালয়েশিয়া রাবার বোর্ড ডাইজেস্ট অনুযায়ী, কুয়ালালামপুরের রাবার বাজার ওই মাসে মিশ্র প্রবণতায় ছিল।
এনজে