সন্ত্রাস নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ২০২৪-০১-২২ ১৭:০৭:২৩


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাইবার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আন্তর্জাতিক অপরাধ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সে জন্য একসঙ্গে কাজ করবো। প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ডসহ সব ধরনের নিরাপত্তার জন্য সহায়তা করবে চীন। দুই দেশ যৌথভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করবে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ মেডেল হস্তান্তর করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, চায়না-বাংলাদেশ সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সঙ্গে আগামী ৫ বছর সহযোগিতা আরও বাড়ানো হবে।

এম জি