বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনতির শঙ্কা কেটে গেছে: আইনমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২২ ১৭:৫১:৪৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন মহলে একাধিক দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের যে শঙ্কা ছিল, নির্বাচনের পর তা কেটে গেছে।
সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কিত আইন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশে একটি জুডিশিয়াল একাডেমি স্থাপিত হবে, যেখানে ভারত তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সহযোগিতা করবে।
বৈঠকের বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, কূটনৈতিক সম্পর্কের যাবতীয় বিষয় নিয়েই কথা হয়েছে। বিশেষ করে কথা হয়েছে দুই দেশের জুডিশিয়ারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে, যেখানে পারস্পরিক জ্ঞান ও জানাশোনা বিনিময় হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













