

সব কিছু ঠিক থাকলে আজ (বৃহস্পতিবার) রাতেই ইংলিশ কাউন্টিতে অভিষেক হবে বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমানের। ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে সাসেক্সের হয়ে বাংলাদেশ সময় রাত ১২টায় এসেক্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
মুস্তাফিজুরের যোগ দিতে যাওয়ার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে ক্লাবটি। আর সাসেক্সের হয়ে ৯০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন মুস্তাফিজ। টি২০ এবং ওডিআই দুই ফরম্যাটের জন্যই বানানো জার্সি মুস্তাফিজের হাতে তুলে দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের হয়েও ৯০ নম্বর জার্সি পড়ে মাঠ মাতান মুস্তাফিজ। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও ৯০ নম্বর জার্সি পড়ে মাঠ মাতিয়েছেন এ কাটার মাস্টার।
কাউন্টিতে খেলতে তৃতীয় বাংলাদেশী হিসেবে বুধবার ইংল্যান্ড পৌঁছেছেন এ বাঁ-হাতি পেসার। এরপরই তার হাতে তুলে দেয়া হয় ক্লাবের জার্সি।
সেই ছবি পোস্ট করা হয় সাসেক্সের নিজস্ব ফেসবুক পেজে। পেজে মুস্তাফিজের ইংল্যান্ডে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। আজ রাতে সাসেক্সের হয়ে মাঠে নামবেন সেই বিষয়টিও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে কাউন্টিতে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি ২০ খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি ২০তে।