আসছে শিশুতোষ বিজ্ঞানভিত্তিক টিভিশো ডোজ
প্রকাশ: ২০১৬-০৭-২১ ১৩:৪৩:২২

নন্দিত শিক্ষামূলক অনুষ্ঠান স্পেলিং বি আর বাংলাদেশ ফার্স্ট এর পর চ্যাম্পস্ ২১ নিয়ে আসছে সায়েন্স রকস্ এর সৌজন্যে বিজ্ঞানভিত্তিক টিভি’শো ডোজ । চ্যাম্পস্২১ ও চ্যানেল আই-এর যৌথভাবে সায়েন্স রকস্ অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ডোজ ইন্টারনেট।
সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলন এ তথ্য জানানও হয়। এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যাম্পস্ ২১ এর প্রধান বিপনন কর্মকর্তা ফাইয়াদ আহমেদুল হাই, এসএসডি-টেক লিমিটেড- এর প্রধান বিপনন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং ডোজ ইন্টারনেট এর প্রধান জ্যোতি আগরওয়াল।
সম্মেলনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবাই মিলে উপভোগ করার মত একটি শিক্ষণীয় অনুষ্ঠান ডোজ সৌজন্যে সায়েন্স রকস্- আসছে আগামী ২২শে জুলাই থেকে প্রতি শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই এর পর্দায়।
আরো বলা হয়, বাড়ির দর্শকদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ-এ থাকছে প্রতিদিনকার ডেইলি ডোজ ও কুইজ। বিজয়ীদেও জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। তাছাড়া www.champs21.com/sciencerocks থেকে যে কোন সময় জানা যাবে বিস্তারিত।
এছাড়াও যেকোন মোবাইল থেকে ২৫৮০ নাম্বারে ডায়াল করে শুনে নিতে পারবেন প্রতি সপ্তাহে দেখানো এক্সপেরিমেনেন্টের ব্যাখ্যা। এছাড়াও ২৫৮০ নাম্বারে ডায়াল করে জেনে নেয়া যাবে নিত্যদিনের ঘটনাগুলোর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ও মজার বিজ্ঞান তথ্য ডেইলি ডোজ।
সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













