

সাসেক্সে পা রেখেই ইংল্যান্ড জয় করেছেন মুস্তাফিজুর রহমান। কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স তার। ৪ ওভারে ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট। সাসেক্স শার্ককে এসেক্স ঈগলসের বিপক্ষে জিতিয়েছেন ২৪ রানে। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বৃহস্পতিবার রাতে চেমসফোর্ডে আগে ব্যাট করে ৬ উইকেটে ২০০ রান তোলে সাসেক্স। জবাবে ৮ উইকেটে ১৭৬ রানে থামে এসেক্স। রানের স্রোত আটকেছেন। সেই সাথে নিয়েছেন উইকেট। ম্যাচের নায়ক মুস্তাফিজ। বল হাতে নেওয়ার আগেই সাসেক্সের সমর্থকদের আনন্দ উপহার দেন মুস্তাফিজ। মাঠে উপস্থিত ছিলেন অনেক বাংলাদেশি।
তাদের উৎসবে মাতান টিমাল মিলসের বলে নিক ব্রাউনের চমৎকার ক্যাচ নিয়ে। আইপিএলের মতো এখানেও ষষ্ঠ ওভারে বল পেলেন মুস্তাফিজ। তবে প্রথমে এক ওভার। ততক্ষণে ৫ ওভারে ৫০ রান সাসেক্সের। মুস্তাফিজ এসেই তুলে নেন টম ওয়েস্টলির উইকেট। রবি বোপারার ওপর ভর করে এগিয়ে যাচ্ছিল এসেক্স। কিন্তু শেষ ৫ ওভারে এসেক্সের দরকার ৬৮ রান। মুস্তাফিজের তখনও তিন ওভার বাকি। এবং কাটার বিশেষজ্ঞ ষোড়শ ওভারে ফিরেই বোপারাকে (৩২) ফিরিয়ে দিয়ে ম্যাচটাকে নিজেদের করে নেন।
ওই ওভারে দিয়েছেন মাত্র ২ রান। অষ্টাদশ ওভারে তৃতীয় বলেই আঘাত হানেন মুস্তাফিজ। জেমস ফস্টার বোল্ড। ওভারের শেষ বলে ক্যালাম টেইলরকেও শিকার বানান মুস্তাফিজ। মুস্তাফিজের করা শেষ ওভারে ৩৫ রান দরকার ছিল এসেক্সের। ৩ ওভারে ১৩ রানে তখন ৩ উইকেট মুস্তাফিজের।
শেষ ওভারে প্রথম বলটি ডট। পরের বলে রায়ান টেন ডেসকাটকে (২৬) তুলে নেন তিনি। অসাধারণ এক ম্যাচ শেষ করে ইংল্যান্ড জয় করলেন এই সময়ের সবচেয়ে সেনসেশনাল বোলার 'ফিজ'।