ইসরাইলই মুসলিম জিহাদি তৈরি করছে

প্রকাশ: ২০১৬-০৭-২৩ ১০:৩২:০৬


british_mবিশ্বব্যাপী ইসলামী উগ্রপন্থী ও ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের প্রভাবে ইসরাইলকে দায়ী করেছেন ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গ। ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচিত হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস টঙ্গ বলেন, আমি মহৎ লর্ডদের বলতে চাই, যেভাবে ইসরাইল ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা করছে তাতে একটি জঙ্গি প্রজন্ম তৈরি হচ্ছে। এটা ইসরাইলের জন্য ভয়ংকর।

জঙ্গি এ প্রজন্ম ইসরাইল ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে হামলাকে জায়েজ করতে এ ঘটনাকে ব্যবহার করবে। এটা ঘটতে দেয়া যায় না। টঙ্গ আরও বলেন, যেভাবে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল আচরণ করছে তার কারণেই প্রধানত ইসলামী উগ্রপন্থী ও আইএসের জন্ম হয়েছে।

এর আগে বক্তব্যে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা ইসরাইলের সেনাবাহিনীর দিকে শিশুদের ইট-পাটকেল ছুড়ে মারার নির্দেশের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফিলিস্তিনের শিশুদের বলে দেয়ার দরকার পড়ে না যে পরিস্থিতির মধ্যদিয়ে তারা যাচ্ছে, তাতে তাদের প্রতিক্রিয়া কী হবে।

ফিলিস্তিনি শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত নৃশংসতা, বিভিন্ন চেক পয়েন্টে তাদের বাবা-মাকে নিগৃহীত হতে দেখে। তারা দরিদ্র ও পর্যাপ্ত খাবারের অভাবে ভুগছে।

সানবিডি/ঢাকা/এসএস