সৌদির জ্বালানি তেল রফতানি বেড়েছে নভেম্বরে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৪ ০৯:৩১:০১

বিদায়ী ২০২৩ সালের নভেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। তবে এ সময় উত্তোলন ছিল নিম্নমুখী। জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বর্তমানে বিশ্বে সৌদি আরব অন্যতম শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক। গত নভেম্বরে দেশটি দৈনিক ৬৩ লাখ ৪০ হাজার ব্যারেল রফতানি করেছে, অক্টোবরে যা ছিল দৈনিক ৬৩ লাখ ব্যারেল। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি দৈনিক ৩৯ লাখ ব্যারেল করে বেড়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
এ বিষয়ে জেওডিআই আরো জানায়, নভেম্বরে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ২২ হাজার ব্যারেল করে কমে দৈনিক ৮৮ লাখ ২০ হাজার ব্যারেলে নেমেছে, যা ২০২৩ সালের প্রথম ১০ মাসের তুলনায় সর্বনিম্ন। ওপেক প্লাসের সঙ্গে করা চুক্তির শর্তানুযায়ী, প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল উত্তোলন কমাচ্ছে সৌদি আরব। উদ্দেশ্য বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখা। পাশাপাশি দেশটি এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল করেও উত্তোলন কমাচ্ছে।
চলতি বছরের শুরুর দিকেও অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন প্রায় একই পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত বহাল রাখবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













