রোনালদোর নামে বিমানবন্দর
প্রকাশ: ২০১৬-০৭-২৩ ১১:৫৪:৫৭

পর্তুগালকে প্রথমবারের মতো ইউরো জেতাতে দুর্দান্ত ভূমিকা রাখা ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক সম্মানে ভূষিত হচ্ছেন। এবার রিয়াল মাদ্রিদ এ তারকার নামে বিমানবন্দরের নামকরণ করা হলো। রোনালদোর হোমটাউন ফানচালের বিমানবন্দরটি তার নামে করা হয়।
ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬’র চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এই দলের অধিনায়ক ছিলেন সিআর সেভেন খ্যাত রোনালদো। ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইউসেবিও-ফিগোর উত্তরসূরিরা।
ফানচাল পর্তুগালের দ্বীপ মাদেরিয়ার রাজধানী। আর সেখানকার প্রেসিডেন্ট মিকুয়েল আলবুকুয়েরাকু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারের নামে বিমানবন্দরের নতুন নামকরণের ব্যাপারটি নিশ্চিত করেন। যার নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টিয়ানো রোনালদো এয়ারপোর্ট’।
রোনালদো বর্তমানে রিয়ালের নতুন মৌসুম শুরুর আগে ছুটিতে ইবিজায় রয়েছেন। এছাড়া ইউরোর ফাইনালে চোট পাওয়া এ তারকা নিজেকে ফিট করতে বেশ অনুশীলনও করছেন।
এদিকে ৩১ বছর বয়সী এ উইঙ্গার ফানচালে হোটেল পেস্তানা সিআর সেভেনের উদ্বোধন করেছেন। পেস্তানার সঙ্গে যৌথভাবে হোটেলটির মালিক হলেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












