রাজধানীতে খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলেই ব্যবস্থা: পরিবেশ মন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৪ ১৬:০৩:২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এখন থেকে কেউ রাজধানী ঢাকায় খোলা ট্রাকে করে বালু, সিমেন্ট বহন করতে পারবে না। করলেই জরিমানা এবং আইনের আওতায় আনা হবে।
বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে ঢেকে না রেখে নতুন ভবন নির্মাণ করলেই তিনগুণ জরিমানা দিতে হবে। বায়ূ দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলোনা। যারা বায়ূ দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। শুধু জরিমানাই নয়, পাশাপাশি আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বায়ূ দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন, জীব বৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।
এম জি