বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও স্পিডব্রেকারের দাবিতে রাজধানীর কালশী এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এর আগে বুধবার কালশীতে বাসচাপায় শারমিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়। এর পরই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষুদ্ধ স্থানীয়রা।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও স্পিডব্রেকারের দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। তাদের বুঝিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।
কালশীর স্থানীয় বাসিন্দা রাসেল আশিক জানান, এ সড়কে বাসগুলো বেপরোয়াভাবে চলাচল করে। সড়কে স্পিডব্রেকার না থাকায় মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পার হয়। দুর্ঘটনা রোধে এ সড়কে স্পিড ব্রেকার প্রয়োজন।
ক্যান্টনমেন্ট থানার এসআই মেজবাউল হক জানান, সরকারি তিতুমীর কলেজের অনার্সে ভর্তি পরীক্ষার ফরম জমা দিয়ে বুধবার সন্ধ্যায় ক্যান্টনমেন্টের মানিকদির বাসায় ফেরার পথে দুর্ঘটনায় শিকার হন শিক্ষার্থী শারমিন। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে শারমিন এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছিলেন। শারমিন পশ্চিম মানিকদিতে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।