লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহীতে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম ওরফে রইয়া ডাকাতের (৩৭) নিহত হয়েছেন । বুধবার দিনগত রাত আড়াইটার দিকে চর শাহী ইউনিয়নের টিনার বাড়ি পাশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রইয়া ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রইয়া ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা হেদায়েত উল্যাহ (ফজল মিয়ার) ছেলে। সে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে চর শাহী এলাকার টিনার পাশের বাড়ির একটি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মো. ইব্রাহীম ও মাহবুব নামের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি রামদা ও দুইটি চোরাসহ রইয়া ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত রইয়া ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।