‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরাতে কানাডার হাইকমিশনারকে জানানো হয়েছে’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৯ ১৮:৩৫:০৬
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী কানাডায় পলাতক রয়েছে। তাকে ফিরিয়ে দিতে কানাডার হাইকমিশনারকে জানানো হয়েছে। আমাদের অনুরোধ কানাডিয়ান সরকারের কাছে পৌঁছে দেবেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ইস্যুতে আরও জোরালোভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে কানাডা ও ডেনমার্ক।
সোমবার (২৯ জানুয়ারি) দেশ দুটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এক বিবৃতিতে কানাডার হাইকমিশনার লিলি নিকলস জানিয়েছেন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও সুশীল সমাজের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও আলাপ হয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমাদের নতুন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এ নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে।
ড. ইউনূসের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে সরকার মামলা করেছে, বিষয়টি সঠিক নয়। সেটা করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রম অধিদপ্তর শুধু তাদের অনুমতি দিয়েছে।
এম জি