

মঞ্চে বিয়ের পোশাকে হাজির কঙ্গনা রানাউত। তবে কি বিয়ে করে ফেললেন বলিউডের এই ড্রামা কুইন? না, ওটা ছিল ফ্যাশন শো। তবে জানিয়ে দিয়েছেন মাত্র একটি নয়, কয়েকটি বিয়ের ভাবনা নিয়ে এগুচ্ছেন তিনি।
ফ্যাশন শোয়ের থিম ছিল বিয়ের পোশাক। আর শো শেষ হতেই বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেন সাংবাদিকরা । সেখানেই নিজের বিয়ের পরিকল্পনার কথা জানালেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী।
গতকাল ইন্ডিয়া কুটার ফ্যাশন উইকে ডিজাইনার মানব গ্যাংওয়ানির ফ্যাশন শোতে অংশ নেন বলিউড কুইন কঙ্গনা রানাউত।
বিয়ের প্রশ্নে এতদিন কোনও মন্তব্য করেননি কঙ্গনা। তবে এবার আর সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন না। অনুষ্ঠানের শেষে সাংবাদিকরা কঙ্গনাকে বিয়ের পোষাক কালেকশন নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কঙ্গনা জানান, প্রথম বিয়েতে কী পরবেন তা মানব ও তিনি দুজন মিলে ঠিক করে ফেলেছেন।
কঙ্গনা জানান, তার প্রথম বিয়ের পোশাক গাংওয়ানিকে দিয়ে ডিজাইন করাতে চান। তিনি বলেন, ‘জানি বিয়ের সাজে নিজেকে বিশেষ কিছু মনে হবে। মানবের সঙ্গে প্রথম বিয়ের পোশাক নিয়ে আলোচনা করেছি। তিনি অবশ্যই আমার জন্য ডিজাইন করে দেবেন বলেছেন।’
‘প্রথম বিয়ে’ শুনেই সাংবাদিকদের চোখ কপালে গিয়ে ঠেকল! তাহলে কি কঙ্গনা একাধিকবার বিয়ে করবেন? উত্তরে তিনি জানান, ‘কেন নয়? যদি একটা হয়, তাহলে একাধিকও হতে পারে!’
প্রসঙ্গত, সম্পর্কে একাধিকবার জড়িয়েছেন কঙ্গনা রানাউত। আদিত্য পাঞ্চোলি, অধ্যয়ন সুমন আর সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে জড়িয়েছে তার নাম। এ নিয়ে আইনি লড়াইয়েও জড়িয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি। এবার একাধিক বিয়ে নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিলেন কঙ্গনা।