আইফোনে হিলারির প্রচারণায় নতুন গেমিং অ্যাপস
প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১১:৪৩:৪৩

আইফোনে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি মোবাইল অ্যাপস উন্মুক্ত করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণাকে বেগবান করতে এই অ্যাপসটি ডিজাইন করা হয়েছে।
নতুন এই অ্যাপসটির নাম ‘হিলারি ২০১৬’। ব্যবহারকারীদের জন্য এই অ্যাপসে কিছু আকর্ষণীয় সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা এই অ্যাপসে নিজেদের ডিজিটাল হেডকোয়ার্টার খুলতে পারবে এবং এর ডিজাইন ও লেআউট পরিবর্তন করতে পারবে। যদিও হিলারিকে সমর্থনে সাহায্যের জন্য এটি ডিজাইন করা হয়েছে। গেমিং কনসেপ্টের আদলে এই অ্যাপস তৈরি করা হয়েছে।
অ্যাপস হলেও এতে সত্যিকারের পুরষ্কার অর্জনের সুযোগও রয়েছে। অ্যাপসটিতে ব্যবহারকারীরা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভার্চুয়াল এবং বাস্তব উভয় পুরুস্কার লাভ করবে। বাস্তব পুরুস্কার হিসেবে এতে রয়েছে হিলারির সাইন করা বিভিন্ন স্মারক।
আইফোনের জন্য চালু হলেও ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ভার্সনেও আসবে অ্যাপসটি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













