টসে জিতে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা
প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১১:৫৪:৫৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.১ ওভারে এক উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
এই ম্যাচে লঙ্কানদের দু’জন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা ৬ নম্বরে ব্যাট করতে নামতে পারেন। অভিষিক্ত আরেকজন হলেন বাঁহাতি স্পিনার লক্ষণ সান্ডাকান। ফলে স্পিন শক্তি দিয়ে অস্ট্রেলিয়াকে কাবু করতে চাচ্ছেন ম্যাথুসরা। সান্ডাকান ছাড়া দলে রয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কৌশল সিলভা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), ধনঞ্জয় ডি সিলভা, কুসল পেরেরা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, নুয়ান প্রদীপ ও লক্ষণ সান্ডাকান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোগেস, মিচেল মার্শ, পিটার নেভিল, স্টিভ ও’কীফি, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জস হ্যাজেলউড।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












