‘হিলারিই পরবর্তী প্রেসিডেন্ট’
প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১৩:০০:১৪

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স সোমবার দলীয় সম্মেলনে বক্তৃতাকালে হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউজে বসাতে ডেমোক্রেটিকদের আহবান জানিয়েছেন।
ভারমন্ট থেকে নির্বাচিত এই সিনেটর ফিলাডেলফিয়ায় মঞ্চে ওঠার পর তাকে তিন মিনিট ধরে করতালি দিয়ে সংবর্ধনা জানানো হয়।
তিনি উচ্ছ্বসিত উপস্থিতির উদ্দেশ্যে বলেন, হিলারি অবশ্যই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন একের পর এক গ্রুপকে অপমান করছেন তখন হিলারি ক্লিনটন বুঝতে পেরেছেন, বৈচিত্রতাই আমাদের বৃহত্তম শক্তি।
স্যান্ডার্স বলেন, ধ্যান-ধারণা ও নেতৃত্বের বিচারে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারিই সবচেয়ে ভালো এবং তিনিই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন।তিনি বলেন, হিলারি ক্লিনটন একজন অসামান্য প্রেসিডেন্ট হবেন।
স্যান্ডার্স বলেন, যে প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রকৃত সমস্যা কী তা অনুধাবন এবং এর যথাযথ সমাধান করবেন তাকে বাছাই করতে এ নির্বাচন।
টি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













