

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার মামলায় আসামিকে পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। এদিন শুনানির আগে আসামি পরিমলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে আসা অভিযোগ পড়ে শোনান।য এ সময় গভীর ষড়যন্ত্রের শিকার বক্তব্যে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।
শুনানি শেষে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফোরকান মিয়া বলেন, আসামি নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। আসামির পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান।