ফরিদপুরের বিভিন্ন বাজারে তিন দিনের ব্যবধানে ব্যবধানে মুড়ি কাটা পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। মঙ্গলবার ফরিদপুরের পাইকারি বাজারে এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ টাকা কেজি। আর খুচরা ৯০ টাকা। অথচ গত বছর ঠিক এই সময়ে পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি।
বাজারে দেখা যায়, ফরিদপুরে পেঁয়াজের রাজধানী ‘খ্যাত’ সালথা ও নগরকান্দা এলাকার হালি পেঁয়াজ এখনও বাজারে আসেনি। ফরিদপুর সদরসহ অন্যান্য এলাকায় মুড়ি কাটা পেঁয়াজের বাজার শেষ ধাপে রয়েছে। আমদানি কমায় দাম বেড়েছে পেঁয়াজের। তিন দিন আগে ফরিদপুরের পাইকারি বাজারে মুড়ি কাটা পিঁয়াজ বিক্রি হয় ৭৫ টাকা, খুচরা বাজারে দাম ছিল ৮০ টাকা কেজি। সপ্তাহ খানেক আগেও বাজারে যে পরিমাণ পেঁয়াজের সরবরাহ ছিল তা গত দুই দিনে কমে এসেছে অনেকটা।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি রবি মৌসুমে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৬৫ হাজার ৫৬ মেট্রিক টন। ৪২ হাজার ৮৯০ হেক্টর জমিতে তিন জাতের পেঁয়াজ আবাদ হচ্ছে। যার মধ্যে ৬৭ হাজার ৫০০ মেট্রিকটন মুড়ি কাটা, ৪ লাখ ৯৬ হাজার ৮০০ মেট্রিক টন হালি পেঁয়াজ ও ৭৫৬ মেট্রিক টন দানা পেঁয়াজ উৎপাদিত হওয়ার কথা রয়েছে।
এনজে