অল আউট হয়ে রেকর্ড গড়ল লঙ্কানরা

প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১৫:৩২:৫৭


Australian teammates congratulate their bowler Josh Hazlewood, center, for taking the wicket of Sri Lanka's Kusal Mendis, unseen, on day one of the first test cricket match between Sri Lanka and Australia in Pallekele, Sri Lanka, Tuesday, July 26, 2016. (AP Photo/Eranga Jayawardena)

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। অবশ্যই এটি দ্রুত অল আউট হওয়ার রেকর্ড। টেস্টে ম্যাচে ৩৫ ওভারও ব্যাট করতে না পারার রেকর্ড।

মঙ্গলবার পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু সফরকারীদের বোলিং তোপে মাত্র ৩৪.২ ওভারে ১১৭ রান সংগ্রহ করতেই স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায়।

এর ফলে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবচেয়ে দ্রুত অল আউট হওয়ার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এর আগে তাদের ছোট ইনিংসটি ছিল ৩৮.৪ ওভারের। সেটি হয়েছিল ২০০০-০১ সালে কেপ টাউনে।

তবে ঘরের মাঠে এর চেয়ে ছোট ইনিংসও খেলেছিল লঙ্কানরা। ২০০৬ সালে পাকিস্তানের সঙ্গে ক্যান্ডিতে ২৪.৫ ওভারেই অল আউট হয়েছিল। সেবার তারা করেছিল মাত্র ৭৩ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেউই ১৫ রানের বেশি করতে পারেননি। চান্দিমাল ও ম্যাথুস ১৫ রান করে আউট হয়েছেন। আর প্রথম তিন ব্যাটসম্যান করুনারত্নে ৫ রান, কৌশল সিলভা ৪ রান ও কুসল মেন্ডিজ ৮ রানে সাজঘরে ফিরেছেন।

এর আগেও টপ অর্ডারের পাঁচ জন ব্যাটসম্যানই ১৫ বা তার চেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার। সেটি ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে হয়েছিল।

এই ম্যাচে শ্রীলঙ্কার দু’জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাটসম্যান ধনঞ্জয় ও স্পিনার সান্ডাকান টেস্ট ক্যাপ পরেছেন। সর্বশেষ ২০০৩ সালে একই টেস্টে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের অভিষেক হয়েছিল। তারা ছিলেন লুকারাচ্চি ও নিসানকা।

এই ম্যাচে অভিষিক্ত দুই ক্রিকেটারই তুলনামূলক ভালো ব্যাট করেছেন। ব্যাটসম্যান ধনঞ্জয় ছয় নম্বরে ক্রিজে এসে ২৪ রান করে আউট হয়েছেন। এটি দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আর সান্ডাকান ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া ২০ রান করেছেন কুসল পেরেরা।

শ্রীলঙ্কার অল আউট হওয়ার রেকর্ডের দিন মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার বোলার মিশেল স্টার্ক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০০ উইকেট শিকারীদের তালিকায় নাম লেখালেন তিনি।

অসি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও লিয়ন। আর দুটি করে উইকেট শিকার করেছেন স্টার্ক ও স্টিভ ও’কীফি। মোট চার জন বোলারই এই ইনিংসে বল করেছেন।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ টেস্ট খেলে মাত্র একবার জিতেছে শ্রীলঙ্কা। সেটি ১৯৯৯ সালে ক্যান্ডিতে। বাকি ম্যাচগুলোর ১৭ টিতে হেরেছে। আর ৮টি ম্যাচ ড্র হয়েছে।