স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ জনগণের বন্ধু হয়েছে। এই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। যেকোনো বিপদে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চকলেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যে জনগণের পাশে আছে, জনগণের কথা ভাবে, তা এই চকলেট উৎসবের মাধ্যমেই প্রমাণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে এ চকলেট উৎসবের আয়োজন করেছে। এটি অনেক চমৎকার বিষয়।
এ উৎসব ঢাকার মানুষের জন্য পুলিশের ভালোবাসার স্বাক্ষর জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। তারা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। করোনার সময়ও পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। মানুষ এখন তাদের বন্ধু মনে করে।
কোমলমতি শিশুদের উদ্দেশে এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। এখানে এলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তেজগাঁওয়ের এই সরকারি বিজ্ঞান কলেজ মাঠে আমি কত খেলেছি। বাঁদরামি করেছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অন্য কমকর্তারা।
এম জি