সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে উপজেলার মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাইমাদলা গ্রামের সুদাম সুত্রধরের স্ত্রী মিতু সুত্রধর (৩০) ও তার কন্যা ইচ্ছামনি সুত্রধর (৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ. ওয়াদুদ বলেন, পাবনা থেকে শাহজাদপুরগামী একটি বাস মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত এক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিতু সুত্রধর মারা যান। আহত হন অটোরিকশা চালকসহ আরও ৬জন যাত্রী।
স্থানীয়রা উদ্ধার করে পোতাজিয়া ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশু ইছামনি মারা যায়।
বিএইচ