

ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে এ মৌসুমে মুস্তাফিজের আর খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিসিবির পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। আরও কয়েকটি টেস্ট করানোর পর বোঝা যাবে তার অপারেশন লাগবে কি না।
তবে এখনই বাংলাদেশে আসছেন না মুস্তাফিজ। লন্ডনেই তার চিকিৎসা চলবে বলে জানান তিনি।
এমআরআই রিপোর্ট বলছে, বাম কাঁধের স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) আঘাত পেয়েছেন কাটার মাস্টার। এ ধরনের চোট ওষুধ এবং অস্ত্রোপচার দুইভাবেই সারানো সম্ভব।
তবে ব্যথানাশক ইনজেকশন বা ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা বিসিবি থেকে কঠোরভাবেই দেয়া হয়েছে সাসেক্সকে।
প্রসঙ্গত, ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে গত ২২ জুলাই সারের বিপক্ষে খেলতে নেমে কাঁধে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। ব্যথার কারণে ২৪ জুলাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।