আগামী দিনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের তিন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস, ইউরোপিয়ান কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস জুটা আরপিলাইনেন এবং ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জ্যানেজ লেনারসিচের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।
বৈঠকে ইউরোপীয় কমিশনাররা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউয়ের সহযোগিতা বৃদ্ধি ও জোরদার অংশীদারিত্বের মাধ্যমে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন ড. হাছান মাহমুদ।
এএ