‘আইসিটি খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে’
প্রকাশ: ২০১৬-০৭-২৮ ১৬:১৩:৪১

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৮ সালের মধ্যেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিপিও সামিটে তিনি এসব কথা বলেন। সামিটে বাংলাদেশি তরুণদের বিভিন্ন উদ্ভাবনের প্রশংসা করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমি সত্যিই অভিভূত আমাদের অসাধারণ উদ্ভাবনে। এটাকে আরো বাড়াতে হবে। আমি সবার আইডিয়া দেখেছি, কাজ দেখেছি। এখন আমি শুধু আত্মবিশ্বাসীই নই, আমি জানি, বাংলাদেশ আগামীতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’ ২০২১ সালের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাত আয়ের দিক থেকে তৈরি পোশাক শিল্পকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সরকার তরুণদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আপনাদের (তরুণ) লক্ষ্য অর্জনে চর্চা করতে হবে, সময় দিতে হবে। কীভাবে প্রযুক্তিকে আরো সহজ করা যায়, তার সমাধান খুঁজতে হবে। মেধা ও কল্পনাশক্তিকে কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘আইসিটির বিভিন্ন সেক্টরে তরুণদের জন্য বিভিন্ন সুযোগ রাখা হয়েছে। সেগুলোকে কাজে লাগাতে হবে।`
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ, বিটিআরসি’র চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













