বিপিও সামিট : ৩০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

প্রকাশ: ২০১৬-০৭-২৮ ১৮:২৮:১৪


bpo-summitদ্বিতীয়বারের মতো শুরু হয়েছে বিপিও সামিট বাংলাদেশ-২০১৬। আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী এ সম্মেলন। এতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে কলসেন্টারসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাবে ৩০০ শিক্ষার্থী। যাদের অনস্পট চাকরির নিয়োগপত্র দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আয়োজক সূত্রে জানা যায়, দ্বিতীয় বিপিও সামিটে অনস্পট ৩০০ জন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র দেয়া হবে। এবার দেশব্যাপী ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিপিও সামিটের ক্যাম্পেইন চলেছে। পাশাপাশি ১২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্যাম্পেইন হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চলাকালীন বিক্রয় ডটকমের সহায়তায় জব সার্কুলার দেয়া হয়েছে। ইতিমধ্যে ৫ হাজার সিভি এসেছে।

সূত্র আরো জানায়, প্রথমবার সম্মেলন উপলক্ষে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ৭ হাজারেরও বেশি সিভি নেয়া হয়। সেখান থেকেই বাছাই করে বিপিও সম্মেলনে সরাসরি ইন্টারভিউ নেয়া হয় এবং অনস্পট শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র দেয়া হয়।

তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এ সম্মেলনের আয়োজন করে।