নবীনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
আপডেট: ২০১৬-০৭-২৯ ১৯:৩৭:০৩

বি.বাড়ীয়া জেলার নবীনগরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৩ টায় ঐতিহ্যবাহী লাউর ফতেহ্পুর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নির্ধারিত সময়ে (৯০ মিনিট) উত্তর দারেরা (নবীনগর), বি.বাড়ীয়াকে ২-০ শুন্য গোলে হারিয়ে পীরকাশিমপুর (মুরাদনগর) কুমিল্লা শিরোপা জিতেছে। লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলাকে কেন্দ্র করে নবীনগরসহ আশপাশের লক্ষাধিক দর্শক খেলাটি উপভোগ করেন। প্রতিবছরের ন্যায় এবারো খেলাকে কেন্দ্রকে মাঠ আশপাশের পুরো এলাকায় সাজ-সজ্জা করা হয়। খেলা শেষে আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রূপালী ব্যাংকের পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদসহ অন্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন পীরকাশিমপুর (মুরাদনগর) কুমিল্লাকে ট্রফি ও নগদ ১ লাখ টাকা এবং রানার্স আপ উত্তর দারেরা (নবীনগর), বি.বাড়ীয়াকে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মুরাদ নগরের উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু,পীরজাদা জহিরুল হক চিশতি প্রমূখ। আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে মো. উরহাদ হোসেন ও শেখ সামসুদ্দোহা।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয় । উক্ত প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ গ্রহণ করে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











