আরও ছয় কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এর মধ্যে তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার আগামী কাল থেকে কার্যকর হবে। বাকী তিনটি কোম্পানির ফ্লোর প্রাইস রেকর্ড তারিখের পর থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিএসইসি’র এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়।
বিএসইসির নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল (৭ ফেব্রুয়ারি) থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হওয়া কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা এবং রেনেটা লিমিটেড। ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) গ্রামীণফোন এবং রবি লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে রেকর্ড তারিখের পর।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ৬টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল থাকবে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ার লিমিটেড।
এএ