ট্রেড ইউনিয়ন গঠনে নতুন আইন করছে সরকার
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-০৬ ১৮:০৫:৫৫
সরকার ট্রেড ইউনিয়ন গঠনে সর্বক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থনের বিধান করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইএলও প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি। চলতি অধিবেশনে সংশোধিত শ্রম আইন উত্থাপন করা যাবে না বলেও জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছে সেখানে ১০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়ার প্রস্তাবে পরিবর্তন এনে এখন প্রতিষ্ঠানের শ্রমিকসংখ্যা যাই হউক না কেন সর্বক্ষেত্রেই ১৫ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে।
আইনমন্ত্রী আরও বলেন, অংশীজনদের পরামর্শে এরইমধ্যে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এছাড়াও কলকারখানাতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে সবার সঙ্গে আলোচনা করে পরামর্শ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এম জি