খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল কল অথবা মিল গেট থেকেই বস্তার ওপরে চালের জাত ও উৎপাদনের তারিখ লেখা থাকতে হবে। মিল পর্যায়ে এটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রলায়েরর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, কোন জেলায় কোন জাতের চাল কি পরিমাণ উৎপাদন হয় এবং উৎপাদনের তারিখ কতো, সেসব তথ্য আগামী ২০ তারিখের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে সরকার কঠোর হচ্ছে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোন কারসাজি করলে কঠোর ব্যবস্থা। বাজার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাজার মনিটরিং করে কোন সিজনে কোন পণ্য কখন আমদানি ও রপ্তানি করতে হবে তার একটা সুনির্দিষ্ট তালিকা করবে মন্ত্রণালয়।
বাজারে ইতিবাচক পরিবর্তন ও অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিনি ও ভোজ্য তেলের আমদানি শুল্ক কমানোর বিষয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আগেই এনবিআর ঘোষণা দিবেন।
এম জি