সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তিন বোতল এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) কুদ্দুস আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি। পরে তার জাম্পারের পকেট থেকে তিন বোতল এলএসডি ও দুই বোতল মদ উদ্ধার করা হয়। আটককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এনজে