মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ডে

প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৬:৩৫:১১


mustafizইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে সাসেক্সের হয়ে আর কোনো ম্যাচ খেলা হয়নি তরুণ এই পেসারের। ইতিমধ্যে সাসেক্স রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে বিদায় নিয়েছে।

ইনজুরিতে পড়ার পর মুস্তাফিজ বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। তার ইনজুরির অস্ত্রোপচারের বিষয়ে শুক্রবার গুঞ্জন শোন গিয়েছিল অস্ট্রেলিয়ায় হবে। কিন্তু আজ শনিবার বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ডে হওয়ার সম্ভাবনাই বেশি।

জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজের অস্ত্রোপচার ইংল্যান্ডে হওয়ার সম্ভাবনাই বেশি। মুস্তাফিজও অস্ত্রোপচারের জন্য মানসিকভাবে প্রস্তুত। সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

মুস্তাফিজের অস্ত্রোপচারের জন্য তিনজন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। তারা হলেন লন্ডনের টনি কোচার, ম্যানচেস্টারের লেনার্ড ফ্রাঙ্ক ও অস্ট্রেলিয়ার একজন। তাদের মধ্য থেকে যেকোনো একজন মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করবেন।

সা্নবিডি/ঢাকা/এসএস