সিদ্ধান্তে অটল মেসি
প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৬:৩৮:৫৯

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। কিন্তু দুঃসংবাদ হল, আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামা হচ্ছে না ফুটবল রাজপুত্র লিওনেল মেসির। শতবর্ষী কোপার ফাইনালে পরাজয়ের পর জাতীয় দলের জার্সি গায়ে না জড়ানোর সে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তাতেই অটল আছেন ২৯ বছর বয়সী এই বার্সেলোনা তারকা।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কমকে তার পরিবারের এক সদস্য জানান, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রেসিডেন্টের অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্ত বদলাবেন না মেসি। সে জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তে অটল আছেন।’
ওই সদস্য আরো বলেন, ‘মেসি এখন জাতীয় দলের অংশ নন।’
মেসির অবসরের ঘোষণার পর কিংবদন্তী ফুটবলাররা, এমনকি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মারসি নিজে লিওনেল মেসিকে ফোন করে অনুরোধ করেছিলেন জাতীয় দলে ফেরার জন্য। অনেকে মনে করেছিলেন, অভিমান ভুলে হয়ত জাতীয় দলের হয়ে মাঠে নামবেন ফুটবলের রাজপুত্র। কিন্তু সে আশায় গুঁড়েবালি।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












