৩ অতিরিক্ত সচিবের দফতর বদল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৭ ২০:০১:১০

তিন অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক খালিদ আহম্মেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক মোঃ ইসরাত হোসেন খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই বিভাগে বদলি করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমানকে।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










