লিপস্টিক কিভাবে তৈরি করা হয় জানেন? (ভিডিও)

প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৭:১৯:৪৮


Liptickসৌন্দর্য চর্চাকারী নারীরা লিপস্টিক অনেক বেশি পছন্দ করে। তাদের ঠোঁটে বিভিন্ন সময় বিভিন্ন রঙয়ের লিপস্টিক শোভা পায়।

অনেকগুলি লিপস্টিক ব্যবহার করার ফলে বেশিরভাগ সময় দেখা যায়, লিপস্টিকের মালিক একটা লিপস্টিক সম্পূর্ণ শেষ করতে পারে না। তাই দেখা যায়, তা গলে ব্যাগের মাঝেই পরে আছে।

গবেষণায় দেখা যায়, নারীরা জীবনে যতবার লিপস্টিক লাগায় তার মাঝে ৩০ শতাংশ লিপস্টিক তার পেটে যায়। তাই অবশ্যই লিপস্টিক কি দিয়ে তৈরি করা হয়, তা আমাদের জানা উচিৎ।

সৌভাগ্যবসত, রেচেল জো একটি তথ্যচিত্র সিরিজের মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে তারা লিপস্টিক তৈরির পদ্ধতি দেখিয়েছেন।

এবং দৃশ্যত, সেখানে নিখুঁত লিপস্টিক তৈরি করার জন্য মাত্র পাঁচটি ধাপ রয়েছে। প্রথমত, একটি উদ্ভিজ্জ বেস রঙ্গক নিয়ে তা গলিয়ে মিহিন করে নেয়া হয়। এরপর মাইক্রোওয়েভের মাধ্যমে বিভিন্ন তাপমাত্রায় লিপস্টিক তৈরি করা হয়।–সুত্র: মেট্রো।

লিপস্টিকের তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনি মাত্র এক মিনিটের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসএস