বীমা দাবি নিষ্পত্তি দ্রুত ও সহজিকরণে আইডিআরএ’র কর্মশালা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৮ ১০:৫৭:২২

বীমা দাবি নিষ্পত্তি দ্রুত ও সহজীকরণ বিষয়ক কর্মশালা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও যুগ্মসচিব (লাইফ) মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পপুলার লাইফের মুখ্য নির্বাহী ও বিআইএফ’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী এম জালালুল আজিম, চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী এস এম জিয়াউল হক ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ, কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান, জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, আস্থা লাইফের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিকসহ সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীরা।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











